📜 টার্মস ও শর্তাবলী (Terms & Conditions)

১. অর্ডার কনফার্মেশন

  • প্রতিটি অর্ডার কনফার্মেশনের মাধ্যমে গ্রহণ করা হবে।

  • ফোন বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে অর্ডার যাচাই করে চূড়ান্ত কনফার্মেশন দেওয়ার পরই পণ্য পাঠানো হবে।

  • অকনফার্ম অর্ডার কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।


২. পেমেন্ট ও ডেলিভারি

  • আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি (COD) সাপোর্ট করি।

  • ডেলিভারি সময়সীমা: ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে (অবস্থান ভেদে সামান্য ভিন্নতা হতে পারে)।

  • প্রতিটি পণ্য সুন্দর, নিরাপদ ও সুরক্ষিত প্যাকেজিংয়ের মাধ্যমে পাঠানো হয় যাতে প্রোডাক্টে কোনো ক্ষতি না হয়।


৩. প্রোডাক্ট চেকিং নীতি

  • ডেলিভারির সময় গ্রাহক ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে প্রোডাক্টের প্যাকেজিং ও ইনটেক (সিলবন্ধ) অবস্থার চেকিং করতে পারবেন।

  • তবে, প্রোডাক্টের ইনটেক সিল (মূল প্যাক) কোনো অবস্থাতেই খোলা যাবে না।

  • প্রোডাক্ট খোলার পর রিটার্ন বা এক্সচেঞ্জের সুযোগ থাকবে না।


৪. রিটার্ন/এক্সচেঞ্জ নীতি

  • শুধুমাত্র নিচের পরিস্থিতিতে রিটার্ন/এক্সচেঞ্জ প্রযোজ্য:

    • পণ্যটি ডেলিভারির সময় ড্যামেজড (ক্ষতিগ্রস্ত) অবস্থায় থাকলে।

    • প্যাকেট খুলে দেখলে দেখা যায় ভুল প্রোডাক্ট পাঠানো হয়েছে।

  • ইনটেক (সিলযুক্ত) পণ্য খোলার পর কোনো অবস্থাতেই রিটার্ন/এক্সচেঞ্জ গ্রহণযোগ্য নয়।


৫. প্রোডাক্ট অথেনটিসিটি

  • আমাদের সব পণ্য ১০০% অরিজিনাল এবং যুক্তরাষ্ট্র (USA) থেকে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ইমপোর্টকৃত।

  • আপনি স্বাস্থ্য সচেতন ও মানসম্পন্ন প্রোডাক্টের প্রতি বিশ্বস্ত, তাই আমরা কোনো ধরনের লোকাল বা নকল পণ্য রাখি না।


৬. গ্রাহকের দায়িত্ব

  • পণ্য হাতে পাওয়ার সময় প্যাকেজ চেক করে বুঝে নিন।

  • মোবাইল নম্বর ও ঠিকানা ভুল দিলে ডেলিভারিতে বিলম্ব বা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ব্যবসা কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


৭. যোগাযোগ ও সহায়তা

  • যেকোনো জিজ্ঞাসা, অভিযোগ বা সহায়তার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ
    📞 ফোন / হোয়াটসঅ্যাপ: 01995-518034


🔒 আমরা আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখি এবং শুধুমাত্র অর্ডার সংক্রান্ত কাজে ব্যবহার করি।

 

বিশেষ দ্রষ্টব্য: আপনার প্রতিটা অর্ডার, আমাদের টার্ম এন্ড কন্ডিশন মেনে– আপনি সম্মত হলে করবেন, না হলে এড়িয়ে যাবেন।
ধন্যবাদ

যোগাযোগ:
ফোন: +880 1995-518034
সোশ্যাল মিডিয়া: ফেসবুক | ইনস্টাগ্রাম |
ঠিকানা: রাজবাড়ী, বাংলাদেশ।

Copyrights 2025. All Rights Reserved.
Developed by Freelancer Yousuf Vhai

Scroll to Top